মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ।
র্যাব-৬ এর অভিযানে ৮ (আট) টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ, “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত অপরাধীদের আইনের
আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ২৩ আগস্ট ২০২৫ তারিখ বিকালে খুলনা সদর থানাধীন বড় বাজার খানজাহান আলী মার্কেটে র্যাব-৬ এর একটি আভিযানিক দল পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মমতাজ বেগম এবং যৌথবাহিনীর সদস্যদের সহয়তায় ৮০৮৫(আটহাজর পঁচাশি)কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। উক্ত অভিযান পরিচালনার সময় ০৮ টি গোডাউন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ০৪ টি প্রতিষ্ঠানকে নগদ ৭০০০০/= (সত্তর হাজার) টাকা জরিমানা এবং ০৩ টি প্রতিষ্ঠান সীলগালা করা হয়। পরবর্তিতে উক্ত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, খুলনার কাছে হস্থান্তর করা হয়। ভবিষ্যতেও এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র্যাব-৬ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।।