1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল প্রদর্শনীর উপর মাঠ দিবস। ফুলবাড়ীতে উপকারভোগীদের মাঝে (ভি ডব্লিউ বি) এর চাল বিতরণ। ফুলবাড়িতে বাংলাদেশ কেমিস্টস্ ড্রাগিস্টস সমিতির৪ দফা দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত । দিঘলিয়ায় ধর্ষন মামলার আসামী আটক। দিঘলিয়ায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার। কাবিং করব, শান্তির বার্তা আনব” ডুমুরিয়া উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ৫ লাখ জাল টাকাসহ খুলনার লবণচরা থানা এলাকা হতে ১জন আটক  ডুমুরিয়ায় তারুণ্যের জ্ঞানযুদ্ধ শুভ উদ্বোধন মৎস্য চাষী হাবিবুরের আর্তনাদ, ভেসে গেল প্রায় ৩৫লক্ষ টাকার মাছসহ ২৫ একর জমির ধান। খুলনার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম বিরুদ্ধে স্বেচ্ছাসারিতার অভিযোগ

মেহেরপুর গাংনীতে চেয়ারম্যান আলম ও শাহিন মেম্বরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান,

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন ও সদস্য আলিউল আজিম শাহিনের বিরুদ্ধে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ঝাটা মিছিল করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসি।ভিজিএফ কার্ড সহ সরকারি নানা সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে দরিদ্র নারী পুরুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় বামন্দী-কাজিপুর সড়কের বজ্রপুর নতুন পাড়া এলাকায় ঝাটা মিছিল ও বিক্ষোভের ঘটনা ঘটে,এসময় গ্রামবাসী সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে দিয়ে সবধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।ভুক্তভুগীদের অভিযোগ, আলম হুসাইন চেয়ারম্যান ও সদস্য আলিউল আজিম শাহিন ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং (ভিজিএফ) কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে নতুন বজ্রপুর গ্রমের অন্তত ১৫/২০ জনের কাছ থেকে ৫ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছেন, দিনের পর দিন ঘুরিয়েও ভিজিএফ এর কার্ড না দেওয়ায় বাধ্য হয়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ঝাটা মিছিল করেছেন।বজ্রপুগ্রামের বাসিন্দা আবুল কালাম বলেন,মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে এমন কার্ড দেওয়ার নাম করে তার কাছ থেরক দুই বছর পূর্বে ২৫ টাকা নিলেও কার্ড দেয়নি এমনকি টাকাও ফেরত দেয়নি,বজ্রপুগ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন,চেয়ারম্যান ও মেম্বার নতুন বজ্রপুর গ্রামে কার্ড দেয়নি একারনে তারা বিক্ষোভ করেছেন।একই গ্রামের শহিদুল ইসলাম বলেন, অন্তত ১৫/২০ জনের কাছ থেকে ৫ হাজার করে টাকা নিলেও কার্ড দেয়নি এমনকি ঈদুল ফিতরের সময় ১০ কেজি করে সরকার চাল বরাদ্দ দিলেও এই গ্রামে চাল দেয়া হয়নি,বিক্ষোভে অংশ নেয়া বজ্রপুগ্রামের বাসিন্দা একাধিক নারী বলেন,শাহিন মেম্বরের মাধ্যমে চেয়ারম্যান ৫ হাজার টাকা করে নিলেও কার্ড দেয়নি, ভোট নেবেনা বলে কার্ডও দেবেনা বলে হুমকি দিয়ে যায়,এছাড়া শাহিন মেম্বর ও চেয়ারম্যানের কাছে ১৫ জন ২৫ শত টাকা টাকা দিয়েছি কার্ড করার জন্য কোন কাজ হয়নি, আমরা গরীব মানুষ ঈদে ১০ কেজি করে চালও দেয়নি, টাকা ফেরত চাইলে গালিগালাজ করে মেম্বর,ইউপি সদস্য আলিউল আজিম শাহিন বলেন,নতুন বজ্রপুর গ্রামে আমি ভোট চাইতেও যায়নি,টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়।

কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন বলেন,আমি কারোর কাছ থেকে টাকা নেয়নি,
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন,কিংবা কার্ড দেওয়ার নাম করে টাকা নিয়েছে এমন লিখিত অভিযোগ পেলে চেয়ারম্যান মেম্বরের বিরেুদ্ধে ব্যবস্থা নেয়া হবে,১০ কেজি করে চাল যদি প্রাপ্য হয় তাহলে কেন দেওয়া হয়নি বিষয়টা খতিয়ে দেখা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park