মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসিনতায় পুকুর গর্ভে বিলিন হতে চলেছে দক্ষিণ শিরোমণির মসজিদে কুবা জামে মসজিদের গুরুত্বপুর্ণ সরকারি এই সড়কটি। প্রায় সাড়ে ৩শ ফিটের কাঁচা রাস্তার প্রায় ১শ ফিট নিচু হওয়ায় পানি জমে এবং রাস্তার বেশ কিছু অংশ পুকুর গর্ভে চলে যাওয়ায় মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের মুসল্লিসহ এলাকাবাসীর চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে একাধিক বার ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেও কোন সমাধান মেলেনি বলে অভিযোগ মসজিদে কুবা জামে মসজিদের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদ্য শেখ আব্দুস সালাম।
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও দক্ষিণ শিরোমণি মসজিদে কুবা জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম জানায়, খানজাহান আলী থানা এলাকার সব থেকে অবহেলিত একটি রাস্তার নাম দক্ষিণ শিরোমণি মসজিদে কুবা জামে মসজিদ সড়ক। সরকারি এই রাস্তার প্রায় সাড়ে ৩শ ফিটের মধ্যে প্রায় ১শ ফিট রাস্তা নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এবং প্রায় ৫০ ফিট রাস্তা স্থানীয় প্রভাবশালী ব্যক্তির মাছ চাষের জন্য পুকুর খনন করায় পুকুরে ধ্বসে ইট পুকুরের মধ্যে চলে গেছে। তিনি জানান, মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদে কুবা জামে মসজিদের মুসল্লি এবং স্থানীয় প্রায় ৫শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটির বেহাল অবস্থা হওয়ায় জনগণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া কয়েক দিনের বর্ষায় রাস্তার বেশ কিছু অংশ নতুন করে ভেঙ্গে পুকুরের মধ্যে চলে গেছে। রাস্তাটি ভেঙ্গে রাস্তার ইট পুকুরের মধ্যে চলে যাওয়ায় চলাচলে বিগ্ন সৃষ্টি হয়ে স্থানীয়দের দৈনিন্দিন কাজে মারাক্তক সমস্যা হচ্ছে। বিশেষ জরুরী প্রয়োজনে রাস্তা দিয়ে তিন অথবা চার চাকার কোন যানবাহন নিয়ে প্রবেশ করতে পারছেনা। রাস্তার এই অবস্থায় এই অঞ্চলের মানুষের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তটি দ্রæত সংস্কারের জন্য ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিক লিখিত আবেদন দিয়েছি আবেদনের কোন সাড়া মেলেনি।
রাস্তা দিয়ে চলাচলাকারী এলাকাবাসী জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।।