তাজউদ্দিন আহমেদ টুকু (মঠবাড়িয়া)
পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার (৬ই নভেম্বর) প্রশাসন কর্তৃক পৃথক দুটি অভিযানে মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি এবং মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রির দায়ে ৬ টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন ও ভেজাল ঔষুধ জব্দ করা এবং রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর সহকারি পরিচালক দেবাশীষ রায় পৃথক এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ বাস্তবায়নে পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। একই সাথে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রিয়ের দায়ে ব্যবসায়ী মো. মহসিন, মো. মুছা ও মো. রিয়াজকে ১৮০০০/= আঠারো হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর সহকারি পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে উপজেলার তুষখালী বাজারে ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির দায়ে সাঈমা মেডিকেল হল, কবিতা স্টোর (কসমেটিক্স), ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে হাজী বিরিয়ানীকে ১০০০০/= দশ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, জনস্বার্থে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।