তাজউদ্দিন আহমেদ টুকু
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ. আর মামুন খানের সাথে মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে মামুন প্লাজায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয় প্রেসক্লাব সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ টুকুর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ.আর মামুন খান।এ ছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা জাতীয়তাবাদী দলের (বি এন পি) সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল,মঠবাড়িয়া উপজেলা যুবদল নেতা তাহসিন জামান রোমেল,জাতীয় প্রেসক্লাবের সদস্য এইচ এম আল আমিন,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ. আর মামুন খান বলেন,সাংবাদিকরা হলেন জাতির বিবেক,বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরাই হচ্ছে সাংবাদিকদের কাজ এবং দায়িত্ব, মঠবাড়িয়া উপজেলার নানা সমস্যার চিত্র তুলে ধরে তিনি সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এছাড়াও তিনি মঠবাড়িয়া উপজেলাকে একটি আধুনিক,আলোকিত উপজেলা গড়ার লক্ষে মাদক,সন্ত্রাস,ইভটিজিং,বাল্যবিবাহ কিশোর গ্যাং প্রতিরোধে সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন।