যশোর জেলা প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,
যশোর এর অভিযানে বেনাপোল হতে ০৬ (ছয়) কেজি গাঁজা একজন আসামী গ্রেফতার মামলা দায়ের
২২/০১/২০২৫ খ্রি. তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে যশোর ‘খ’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন রঘনাথপুর বাওড়া কান্দা পাড়া হতে আসামী মোঃ সম্রাট হোসেন (৩৫) কে ০৬ (ছয়) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী উক্ত গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর ছেলে। ধৃত আসামীর বেনাপোল অঞ্চলের একজন চিহ্নিত কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। অত্র ঘটনায় উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।