এস.এম.শামীম দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোলা বাজার বিট পুলিশং এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ জনাব এইচ,এম শাহীন, তিনি বলেন এই কোলা বাজার দিঘলিয়া তেরখাদা দুই থানার মুখি মুখি হওয়া এখানকার অনেক ব্যবসায়িরা অনেক সমস্যার সম্মুখিন হয়। সকল সমস্যাকে দুর করতে আমাদের পুলিশ ব্যাসায়ীকবৃন্দ ও জনগন সকলে মিলেমিসে কাজ করতে হবে। পুলিশকে সহযোগীতা করে অন্যায়-অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বিশেষ অতিথি তেরখাদা থানার তদন্ত অফিসার জনাব মো: কবির আহম্মেদ বলেন আপনারা আমাদের গোপনে সহযোগীতা করুন, আপানদের নাম গোপন রেখে আমরা এই এলাকার জুয়া, মাদক সহ সকল প্রকার সমস্যাকে সমাধান করতে স্বক্ষম হবো। দিঘলিয়া থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা বেলাল হোসেন বলেন- এই কোলা বাজার অনেক বড় একটি বাজার ও পুরাতন বাজার। এখানে বিভিন্ন মানুষের সমাগম ঘটে, সেই সাথে অপরাধ ও হয়ে তাকে। দুই থানার বডার এলাকা হওয়ায় এখানে প্রতিনিয়ত সমস্যা লেগেই থাকে। পুলিশের প্রশাসনের হস্তক্ষেপ না পড়লে এখানে সমস্যা লেগেই থাকবে। তাই পুলিশ প্রশাসনের মাধ্যমে এই বাজার সুন্দর পরিবেশে পরিচালিত হয় সেই ব্যবস্থা করার অনুরোধ করছি।বিট পুলিশং এর উঠান বৈঠক আরো উপস্থি ছিলেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীর,সাধারন সম্পাদক বাদশা গাজী,গাজীরহাট মুঝিরগাতী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ মাসুদ হোসেন, কোলা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জহিরুল আলম,সধারন সম্পাদক মোঃ ইমদাদ শেখ, গাজীরহাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নবাব মোল্যা, সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম,ইউনিয়ন বিএনপির মোঃ জামিল মোল্যা,মফিজ মোল্যা,হাসানুর সরদার,কোলাবাজার সকল ব্যাসায়ীকবৃন্দ,গাজীরহাট মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের টুআইসি সহ সকল পুলিশ সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রমুখ।।