রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা
আজ ১৭ ই নভেম্বর রবিবার, ঠিক বিকেল পাঁচটায়, ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম এবং জয়েন্ট প্ল্যাটফর্মের আহবানে, আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া, বিচারহীন অভয়ার ১০০ দিন পূর্ণ হওয়ায়, অভয়ার বাড়ী থেকে বি টি রোড ধরে আরজিকর হয়ে শ্যামবাজারে শেষ করেন এবং সমাবেশ করেন, আজ সারা বিশ্ব জুড়ে অভয়ার ১০০ দিন পূর্ণ করলেন বিভিন্ন প্রতিবাদের মধ্য দিয়ে। ন্যায্য বিচার ও শাস্তির দাবীতে।
অভয়ার মশালের শুভ সূচনা করেন অভয়ার বাবা ও মা, সেই মশাল নিয়ে তারা অভয়ার বাড়ী থেকে একশো সাইকেল র্যালীর মধ্য দিয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শেষ করেন এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অভয়ার বিচার চান । মিছিল শেষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে , নেতাজী মুর্তির সামনে ১০০ মশাল জালান। শুধু তাই নয় সেই মশাল বিভিন্ন জেলায় পাঠান, প্রতিবাদের আগুন যাতে না নেভে, প্রতিবাদের আগুন যাতে তীব্র হয়, এতদিন না ন্যায়বিচার ও দোষীরা শাস্তি পাচ্ছে।
আজ সকলের উদ্দেশ্যে এবং অভয়ার বিচারহীন ১০০ দিন পুরনো দিনে, একলা সাইকেল RALLY, ১০০ সেকেন্ড নীরবতা পালন, ১০০ সেকেন্ড মানববন্ধন, ১০০ সেকেন্ড পথ অবরোধ, ১০০ মশাল জানলেন।
পথ চলতি মানুষ এবং রাস্তায় যে সকল যান চলাচল করছিলেন তারাও এই প্রতিবাদে এবং নীরবতা পালনে সামিল হন।, শুধু তাই নয় জুনিয়র ডাক্তার ফ্রন্ট আজ রাত জাগো কর্মসূচিও নেন, সাথে সাথে বিভিন্ন স্কুলের প্রাক্ত নি শিক্ষক শিক্ষিকারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের বিভিন্ন প্রতিবাদী পারফরমেন্স তুলে ধরেন। উপস্থিত ছিলেন ডক্টর, কবি, চিত্রশিল্পী, নাট্যকার, সংগীতশিল্পী থেকে শুরু করে অন্যান্য অতিথিরা। প্রায় কয়েক হাজার মানুষ সারা শ্যামবাজার পাঁচ মাথার মোড় জুড়ে মিছিল অংশগ্রহণ দেন এবং হাতে হাত মেলান। তবে সকলের একটাই প্রতিবাদ, যতদিন না অভয়ার বিচার পাচ্ছে দোষীরা, ততদিন তারা রাজপথ ছাড়বেন না।