ফুলতলা(খুলনা) প্রতিনিধিঃ
খুলনা মহানগরের খানজাহান আলী থানা আওয়ামী লীগ এর সহ-সভাপতি, খানজাহান আলী থানা ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের নিতী নির্ধারণ ও সাবেক ভূমি মন্ত্রি নারায়ন চন্দ্র এর আশিরবাদ পুষ্ট ,একান্ত আস্থাভাজন ও বিশ্বাসযোগ্য বেগ আব্দুর রাজ্জাক ওরফে রাজ বেগ ।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে সাময়িক চাপে পরে গেলেও, বর্তমানে বিএনপি ও জামায়াতে ইসলামী এর সহযোগীতায় পূর্বের অবস্থানে ফেরার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।গত ৯ই মে একটি ফুটবল খেলার উদ্ভধনী অনুষ্ঠানে তাকে দেখা যায় খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি সহ একাধিক বিএনপি নেতাদের সাথে। এবং এই একই খেলার সমাপণী অনুষ্ঠানে তাকে দেখা যায় জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সহ একাধিক জমায়াতে ইসলামী নেতাদের সাথে। শুধু তাই নয় সমাপণি অনুষ্ঠানের সভাপতির দায়িত্বও এই রাজ বেগই পালন করেন যেখানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক।এছাড়া বিভিন্ন সময় বেগ আব্দুর রাজ্জাক এর বাড়ী এই দুই দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের যাতায়াত দেখা যায় । বিভিন্ন পর্যায়ের বিএনপি ও জামায়াতের কর্মীদর
মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বহু নেতাকর্মীরা বলেন ১৭বছর এই এলাকায় যারা ক্ষমতার দাপট দেখিয়েছে এখনও তাদের সাথে নেতারা বিভিন্ন অনুষ্ঠানে এক মঞ্চে। তাহলে লাভটা কি হল।
যেখানে সারাদেশের আওয়ামী নেতারা পলাতক, আওয়ামী লীগ ও আ’লীগ নেতাদের বিরুদ্ধে সারাদেশের ছাত্র-জনতা, বিএনপি, জামায়েতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতীক দল শক্ত অবস্থানে রয়েছে সেখানে তার মত একজন প্রভাবশালী আওয়ামী নেতা ও সাবেক ভূমি মন্ত্রির খুবই আস্থাভাজন এই থানা আ’লীগ এর সহ-সভাপতি কিভাবে বিএনপি-জামায়াতের নেতাদের সাথে একই মঞ্চে একই সাথে অংশগ্রহন করছে বিষয়টা অনেকটাই প্রশ্নবিদ্ধ?।।