1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে উপকারভোগীদের মাঝে (ভি ডব্লিউ বি) এর চাল বিতরণ। ফুলবাড়িতে বাংলাদেশ কেমিস্টস্ ড্রাগিস্টস সমিতির৪ দফা দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত । দিঘলিয়ায় ধর্ষন মামলার আসামী আটক। দিঘলিয়ায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার। কাবিং করব, শান্তির বার্তা আনব” ডুমুরিয়া উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ৫ লাখ জাল টাকাসহ খুলনার লবণচরা থানা এলাকা হতে ১জন আটক  ডুমুরিয়ায় তারুণ্যের জ্ঞানযুদ্ধ শুভ উদ্বোধন মৎস্য চাষী হাবিবুরের আর্তনাদ, ভেসে গেল প্রায় ৩৫লক্ষ টাকার মাছসহ ২৫ একর জমির ধান। খুলনার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম বিরুদ্ধে স্বেচ্ছাসারিতার অভিযোগ নড়াইল জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রে ও কালিয়া উপজেলা ছাত্রদলের অফিস ভাঙচুরের প্রতিবাদে  সংবাদ সম্মেলন

বাগেরহাট থেকে ১৫০ বোতল ফেন্সিডিল সহ ১মাদক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ।

এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ,শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ,খুন,ধর্ষণ,নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের

গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র‍্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল,দেশী-বিদেশী মদ,গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এই সংস্থাটি। সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিএসসি জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন

তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১ মে ২০২৫ খ্রিঃ তারিখ সাড়ে ৩ ঘটিকায় র‍্যাব-৬, সিপি এসসি এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,বাগেরহাট জেলার সদর থানাধীন কাঠাল গ্রামে একটি মূদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা যাচাই করার জন্য ইং ১ মে ২০২৫ তারিখ সাড়ে ৩ টার ঘটিকার সময় উল্লেখিত স্থনে পৌঁছা মাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি তাহার সাথে থাকা ইঞ্জিন চালিত ভ্যান ও ভ্যানের উপর একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামসহ পালানোর চেষ্টাকালে র‍্যাব-৬, সিপিএসসি এর একটি আভিযানিক দল,আসামি আব্দুল হালিম হাওলাদার (৫৮), পিতা-মৃত আব্দুল মজিদ হাওলাদার, সাং-বাসাবাটী, পশ্চিম বাসাবাটী রোড, বাগেরহাট পৌরসভা,থানা-বাগেরহাট সদর,জেলা-বাগেরহাটকে ভ্যানসহ গ্রেফতার করে এবং তার হেফাজত হতে উপস্থিত সাক্ষীদের সামনে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park