মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ খুলনা।
বাগেরহাটে সাংবাদিক এস এম হায়াত উদ্দিন (৪২) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার ৩ অক্টোবর
রাত ৮টার দিকে শহর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে
নিহত হায়াত উদ্দিন স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকায় কর্মরত ছিলেন।
তথ্য সুত্রে ও স্থানীয়রা সূত্রে জানা যায়, রাতের দিকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
পরবর্তী তে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার সঠিক কারণ উদঘাটনে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিকরা।।