(মোঃ সোহেল রানা) বাংলার চেতনা নিউজ খুলনা।
বাগেরহাটের রামপালের জিয়লমারী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনেয়ারা বেগমের বাড়ীতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে বসতঘর সম্পূর্ণ পুড়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বাড়ীতে কেউ না থাকার সুযোগে অগ্নিসংযোগ করা হয়। আগুন লাগার পর স্থানীয় মানসিক ভারসাম্যহীন তানভীর হাওলাদার ঘটনাস্থলে দা নিয়ে দাঁড়িয়ে ছিল এবং কেউ আগুন নেভাতে গেলে বাধা দিচ্ছিল।
রামপাল থানার ওসি মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, অগ্নি সংযোগের সঙ্গে ওই যুবকের সম্পর্ক থাকতে পারে। তদন্ত চলছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও ঘটনার কারণ যাচাই করা হচ্ছে।
হোসনেয়ারা বেগম ফোনে সংক্ষিপ্তভাবে জানান, বিষয়টি তাঁকে খুবই আহত করেছে এবং তিনি বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন। স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।