আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা বাংলার চেতনা নিউজ।
“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৯-শে আগস্ট রোজ মঙ্গলবার দিঘলিয়া উপজেলার অন্তর্গত স্টার জুট মিলস্ সরকারি উচ্চ বিদ্যালয়ে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিঘলিয়া পূর্ব (থানা) শাখা কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ পালিত হয়েছে। থানা সভাপতি খালিদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মুশফিকুর রহমান সামি’র পরিচালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সভাপতি ইউসুফ ফকির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: দেশের পরিবেশ পর্যায়ক্রমে বিপর্যস্ত হচ্ছে। যথাযথ নিয়ম না মেনে কলকারখানা নির্মান ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারনে ক্রমান্বয়ে বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি ফলে দেশের জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে দেশ বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে পড়ছে।
এর থেকে উত্তরণের জন্য ছাত্রশিবির বৃক্ষরোপন নামক এমন মহৎ এক কর্মসূচি হাতে নিয়েছে। বিপথগামী ও পথহারা শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানে উদ্বুদ্ধ করাসহ শিক্ষক, বাবা-মা ও বড়দের সম্মানার্থে এবং ছোটদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে ছাত্রশিবির শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তোলে। বিশেষ অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা সম্পাদক আল-আমিন হোসেন বলেন: সমগ্র বিশ্বে বিশেষ করে আমাদের দেশে যে পরিমাণ বৃক্ষ কেটে ফেলা হচ্ছে, তার থেকে অনেক কম বৃক্ষ রোপণ করা হচ্ছে যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। উক্ত কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব সেলিম উদ্দীন স্যার। তিনি তার বক্তৃতায় ছাত্রশিবিরের এই উদ্যোগ ও সার্বিক কার্যক্রমে সন্তুষ্টির কথা জানান। সমাপনী বক্তব্যে থানা সভাপতি খালিদ সাইফুল্লাহ বলেন: সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির শিক্ষার্থী বান্ধব নানা কর্মসূচি ও কর্মকাণ্ড পরিচালনা করছে। ছাত্রশিবির নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প, এ প্লাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, শিক্ষার্থীদের ভর্তি ও ফরম ফিলাপ সহায়তা, ক্যারিয়ার গাইড লাইন মূলক প্রোগ্রাম, নবীন বরণ ও বৃক্ষরোপন কর্মসূচিসহ নানা ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরো বলেন: সমাজে ও শিক্ষাঙ্গনে অনৈতিকতা দূরীকরণে ছাত্রশিবির সদা জাগ্রত ও সচেতন। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর স্বতন্ত্র কারখানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। পরিশেষে তিনি সকলকে ইসলামী ছাত্রশিবির সম্পর্কে জানার ও এর সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিঘলিয়া পূর্ব (থানা) শাখার সেক্রেটারিয়েট সদস্যগণ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ করা হয়।।