1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

বস্তায় আদা চাষে সফলতা ফুলবাড়ীর বাবু

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত

 

মো.আশরাফুল ইসলাম ফুলবাড়ী, দিনাজপুর

বস্তায় আদা চাষ করে সাফল্য পেয়েছেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা তরুন উদ্যোগক্তা সেকেন্দার আলী বাবু। পতিত জমিতে তার আদা চাষে সাফল্য অনেকের অনুপ্রেরনা হয়ে দাড়িয়েছে।

চার মাস আগে ইউটিউবে বস্তায় আদা চাষের ভিডিও দেখেন দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা কাটাবাড়ী গ্রামের সেকেন্দার আলী বাবু। পরে এ পদ্ধতিতে আদা চাষের উদ্যোগ নেন তিনি। ছাই,জৈব সার বালু মিশিয়ে মাটি তৈরী করে রাখা হয় বস্তায় প্রায় দুই লক্ষ টাকার বিনিয়গে বর্তমানে ৩ হাজার বস্তায় আদা চাষ করছেন তিনি। যা বিক্রি হতে পারে ৪ থেকে ৫ লক্ষ টাকায় । মাত্র তিন মাসের মধ্যে আদা হতে শুরু করেছে গাছগুলো গোড়ায়। বাবু‘র এই সাফল্যে খুশি তার পরিবার ও প্রতিবেশিরা। পতিত জমিতে আদা চাষের সাফল্য অনেকের কাছে অনুপ্রেরনা।

মো.সেকেন্দার আলী বাবু বলেন, এ পদ্ধতিতে আদা চাষে সীমিত খরচ ও অল্প শ্রম। প্রতি বস্তায় প্রায় দুই কেজি আদা পাওয়া যায়। সার বা কিটনাশক ব্যবহারও কম। আমি মনে করি আমরা আমাদের নিজেদের প্রয়োজনে বাসা-বাড়ীর পতিত জায়গায় এইভাবে আদা চাষ করতে পারি। এতে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে বানিজ্যিক ভাবে লাভবান হবো। আমার আদা চাষ দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন। আমি তাদের আগ্রহী হওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছি। আমাকে উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দিয়ে থাকে। আমি তাদের পরামর্শে প্রাথমিক ভাবে আদা চাষ শুরু করেছি। লাভ হলে ভবিষ্যতে আরো ব্যাপক পরিমানে আদা চাষ করার চিন্তা করছি।

সেকেন্দার আলী বাবু‘র আদা চাষ দেখতে আসা পৌর এলাকার তেতুলিয়া গ্রামের মিলন মাস্টার বলেন, আমি ইউটিউবে আদা চাষ দেখেছি। বাস্তবে কেমন হয় তাই দেখতে আমি বাবু ভাইরে আদার বাগানে এসেছি। দেখে খুব ভালো লাগলো। আমিও আমার পতিত জায়গায় এমন আদা চাষ শুরু কবরো। এমন কথা বলেন,স্বজনপুকুর গ্রামের রজমান আলী, গৌরীপাড়া গ্রামের কুদ্দুস আলীসহ অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আখতার জানান, স্বল্প জায়গায় বস্তায় আদা চাষে করা যায়। তাছাড়া কম খরচ ও কম পরিশ্রম আদা চাষের সুবিধায় আমাদের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। বস্তায় আদা চাষের বিষয়ে আমাদের সাথে কৃষক পরামর্শ নিতে আসলে আমরা তাদের বিভিন্ন ভাবে সহযোগীতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। আসা করি এই পদ্ধতিতে গ্রাম থেকে শহরের সব বাসাড়ীতেই আদা চাষ হবে। এতে চাষি তার নিজের চাহিদা পুরনের পাশাপাশি দেশে আদার সংকট নিরসনে সহায়ক হিসাবে কাজ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park