মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৪ এপ্রিল (সোমবার)১লা বৈশাখ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে ফুলবাড়ী উপজেলা চত্বর হতে এক বিশাল রেলি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে পুনরায় উপজেলায় এসে বৈশাখী মেলায় অবস্থান করে একদিনের বৈশাখী মেলা চত্বরে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সাহাজুল ইসলাম দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ এ কে এম খন্দকার মুহিবুল ইসলাম।
স্বাগতিক বক্তব্য রাখে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি ) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেনারি) মোঃ সারোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও আদিবাসী প্রতিনিধি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবুল বাশার, শিশু শিক্ষার্থী ও সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণ,উপজেলা সকল কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মেডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অবশেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কেক কেটে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পান্তা ইলিশ এর আয়োজ করেন।
বর্ষবরণ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি পরিদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, আন্সার ও সেনাবাহিনীর সদস্য গণ উপস্থিত ছিলেন।।