বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন ( ১ম সংশোধিত) প্রকল্পের আওতায় সাচিবুনিয়া- চক্রাখালী সৃর্যমূখী ভিলেজের কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কৃষি সম্প্রসারনণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলার চক্রাখালী স্কুল মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি,পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা কমিশনের সদস্য সচিব ড,মোঃ মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রসাশক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম,আরও
উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি,বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি।।