মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়িতে মাদক বিরোধী অভিযানে থানা পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করেন।
১৮ নভেম্বর (সোমবার ) দিনব্যাপী অভিযানে ২জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট নং ৪৮/২৪ এর আসাসী ১! মোঃ মামুন (২৯) পিতা মোঃ আবু বক্কর সাং মধ্যগৌরীপাড়া থানা ফুলবাড়ী জেলা দিনাজপুর কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০১( এক) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০( একশত) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১( এক) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।মোবাইল কোর্ট নং ৪৯/২৪ এর আসামী ২/মোঃ ওয়াদুদ (৪২) পিতা মৃত সামসুল আলম সাং পর্শ্চিম গৌরীপারা থানা ফুলবাড়ী জেলা দিনাজপুর কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন২০১৮ এর ৩৬(৫) ধারায় ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০( একশত) টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ০১( এক) দিনের বিনাশ্রম কারাদন্ড।
ফুলবাড়ী থানা সূত্রে জানা যায় তারা দুজনেই দীর্ঘদিন যাবত মাদক বেচাকেনা এবং মাদক সেবন করে আসছে ,তাদেরকে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল প্রেরণ করা হয়। পাশাপাশি ফুলবাড়ি উপজেলা কে মাদকমুক্ত করতে ফুলবাড়ী থানার নবাগত ওসি মোঃ মহিব্বুল ইসলাম সর্বোচ্চ মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে । মাদক একটি ঘাতক ব্যাধি একটি পরিবার ও সমাজকে ধ্বংস করছে মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।