মোঃ আশরাফুল ইসলাম ,স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজিহাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মিরপুর ও দক্ষিণ ভেড়োম গ্রামে ২ শতাধিক বসতবাড়ীর পরিবারের চলাচলের একমাত্র রাস্তা সংকটে যাতায়াতে চরম ভোগান্তিতে গ্রামবাসীর।
গ্রামবাসীরা জানান গত ২৫-৩০ বছর ধরে ওই গ্রামে আসা যাওয়ার একমাত্র রাস্তাটি দিয়ে তাঁরা চলাচল করে আসছে কিন্তু রাস্তাটির পাশে পুকুর খননের কারণে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে রাস্তাটির বেশ কিছু যায়গা পুকুরে বিলীন হয়ে যায়।
ঐগ্রামে ঢুকতে পারে না ভ্যান, ইজিবাইক, এম্বুলেন্স অসুস্থ ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিতে চরম বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের।
এ বিষয়ে ৩ নং কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়াকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরে গার্ডওয়াল দিয়ে সংস্কার করতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়।গ্রামবাসীরা বলছেন এই রাস্তাটি নিয়ে গ্রামবাসী ও রাস্তার দু’পাশে জায়গার মালিক সম্মিলিত হয়ে গত ২৫/১১/২০১৫/ তারিখে ৩ নং কাজিহাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক রতন বরাবর একটি অঙ্গীকারনামায় দুই মৌজার মধ্যখানে সাড়ে ৬ ফিট রাস্তা রেখে পক্ষ বিপক্ষ ফারুক সই স্বাক্ষর করেন কিন্তু বর্তমান রাস্তাটি ভেঙ্গে যাওয়াই সংস্কার করতে গেলে বাঁধা দিচ্ছেন অঙ্গীকার নামায় স্বাক্ষরকারী ৩ নং কাজিহাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি গোল্জার মেম্বার ও তাঁর ওয়ারিশগণ।
এ বিষয়ে গ্রামবাসী ৩ নং কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়ার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
তাঁরা জানান রাস্তাটি দিয়ে প্রায় শতাধিক বসতবাড়ীর লোকজন চলাচলে চরম বিপর্যয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান গ্রামবাসী।।