মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি।
“তোমার আমার বাংলাদেশে-ভোট দেবো মিলেমিশে”এই স্লোগানকে ধারণ করে-দিনাজপুরের ফুলবাড়িতে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করেছে নির্বাচন কমিশন।
আজ ২ মার্চ (রবিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে ফুলবাড়ী উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলি….ও আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশন অফিসার কাজল রানা বলেন ফুলবাড়ী উপজেলায় হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা মোতাবেক বর্তমান পুরুষ ভোটার ৭৭ হাজার ৬ শত ১৩জন ও মহিলা ভোটার ৭৭২২২জন, হিজড়া ভোটার ১জন সর্বমোট ১৫ লাখ ৪৮ হাজার ৩৬ জন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও ফুলবাড়ী পৌর প্রশাসক জাফর আরিফ চৌধুরী। নির্বাচন কমিশন অফিসার মোঃ কাজল রানা,ও নির্বাচন পর্যবেক্ষক উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক গণসহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।