মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
৷৷৷৷৷৷ বাংলার চেতনা নিউজ৷৷৷৷৷৷৷
দিনাজপুরের ফুলবাড়ীতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্যবান্ধব কর্মসূচী পরিচালনার জন্য লটারির মাধ্যমে ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে।
আজ ৩১ আগস্ট (রোববার) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ডিলারশিপের আবেদনকারীদের সামনে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোফাখখারুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক নাসিম আল আক্তার, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আগত আবেদনকারীরা।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারশিপ নিয়োগে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ১৪টি পয়েন্টের বিপরীতে সর্বমোট ৪৮টি আবেদন পড়ে। এর মধ্যে ১৪ জন ডিলার নিয়োগ করা হবে। এর মধ্যে ১টি পয়েন্ট স্থগিত করা হয়, ৪টি পয়েন্টে সমন্বয় করে একজন করে নির্বাচন করা হয়, বাঁকি ৯টি পয়েন্টে উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হয়।
উপজেলার ১নং এলুয়াড়ী ইউনিয়নের জলপাইতলী বাজার পয়েন্টে মো. মোস্তাফিজার রহমান, লালদিঘী বাজার পয়েন্টে মো. মোতালেব মন্ডল। ২নং আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী বাজার পয়েন্টে জাকের হোসেন, রাঙামাটি বাজার পয়েন্টে মিজানুর রহমান (সমন্বয়)। ৩নং কাজিহাল ইউনিয়নের আটপুকুরহাট বাজার পয়েন্ট স্থগিত, পুখুরী মোড় পয়েন্টে মো. আক্তার হোসেন। ৪নং বেতদিঘী ইউনিয়নের মাদিলা হাট পয়েন্টে শাহিন আলী, দামার মোড় পয়েন্টে মো. মোস্তাক। ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার পয়েন্টে মিজানুর রহমান (সমন্বয়), খয়েরবাড়ী বাজার পয়েন্টে হাসানুজ্জামান। ৬নং দৌলতপুর ইউনিয়নের পলিপাড়া মোড় পয়েন্টে ফরহাদ হোসেন (সমন্বয়), দৌলতপুর বাজার পয়েন্টে শফিকুল ইসলাম। ৭নং শিবনগর ইউনিয়নের আমডুঙ্গী হাট পয়েন্টে মো. কিবরিয়া (সমন্বয়), দক্ষিণ বাসুদেবপুর পয়েন্টে মো. মিজানুর রহমানসহ প্রিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।।