1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার পঠিত

 

মো.আশরাফুল ইসলাম
,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামে মৃত খায়রুল ইসলামসহ ১২ জন গ্রামবাসীর যাতায়াতের জন্য একমাত্র রাস্তা ক্রয় করেও ছেড়ে না দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ এনে একই গ্রামের ইমদাদুল হক ও তার পরিবারকে বাদি করে ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ঠ্য এলাকাবাসী।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বাদি ১। মো. সোহেল বাবু, পিতা – মৃত: খায়রুল মিন্ত্রী, ২। নয়ন কুমার মহন্ত, পিত- দিজেন চন্দ্র মহন্ত, ৩। কায়ুম আনছারী, পিতা- শিশ মোহাম্মদ, ৪। মো. সাগর, পিতা- মো: আকবর আলী, ৫। মো: কালাম, পিতা- রহমতুল্যা, ৬। সাইদুল ইসলাম, পিতা: লিয়াকত আলী, ৭। মো. আলতাফ, পিতা- মৃত: রশিদ, ৮। মো. নছিম, পিতা- হাসান আলী, ৯। পলাশ চন্দ্র মহন্ত, পিতা- দিনেশ চন্দ্র মহন্ত, ১০। আবির হোসেন, পিতা- মো. মোশারফ হোসেন, ১১। মো, রুহুল আমিন, পিতা- শিশ মোহাম্মদ, ১২। শুসান্ত মহন্ত, পিতা- যতিশ চন্দ্র মহন্ত গং প্রায় ৫০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিলো সেই রাস্তার মালিক হিসাবে দাবি করেন একই এলাকার ইমদাদুল হক । পরে বাদীগন ইমদাদুলের সাথে কথা বলে চলতি বছরের ১৮ অক্টবর রেজিস্ট্রারি ছাড়াই মৌখিক ভাবে রাস্তা বাবদ ১,০৭০০০ (এক লক্ষ সাত হাজার টাকা) প্রদান করেন। সম্প্রতি ইমদাদুল হক সেই রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে বাদীগন ইমদাদুলে সাথে কথা বলতে গেলে সে রাস্তাও দিবেনা এবং টাকাও ফেরত দিবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে বাদীগন ক্রয়কৃত বন্ধ রাস্তা খুলে দেওয়ার দাবিতে ফুলবাড়ী থানায় এমদাদুল হক ও তার পরিবারকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, ইমদাদুল হক কর্তৃক রাস্তা বন্ধ করে দেওয়ার কারনে খেটে খাওয়া মানুষ গুলোর জাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এদের মধ্যে অনেকেই গরিব ও রিক্সাচালক। তারা তারে রিক্সা,ভ্যান গুলো নিয়ে তাদের বাড়ীতে ঢুকতে পারছেন না। এতে রিক্সা,ভ্যান গুলো চুরি হয়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। জরুরী ভিত্তিতে বন্ধ রাস্তা খুলে না দিলে অত্র এলাকার মানুষ তাদের বাড়ী থেকে ঢুকতে ও বের হতে পারবে না।

অভিযোগরে বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিবুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park