1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ৫৬ তম বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন : ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। র‌্যাব-৬ সাতক্ষীরা থেকে সাত মামলার আসামিকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে ভূমি অফিসের জানালার গ্রীল কেটে ১ লক্ষ ২৪ হাজার টাকা চুরি ॥

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর প্রতিনিধি :বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ীতে বেড়েই চলেছে একের পর এক চুরি , ছিনতাই, লুটপাট ও জবরদস্তিসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যকলাপ এরই ধারাবাহিকতায় গত ৭ আগস্ট দিবাগত রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের গ্রীল কেটে অফিসঘরে ঢুকে আলমারির তালা ভেঙ্গে ১ লক্ষ ২৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা । অফিসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র, ল্যাপটপ সহ অন্যান্য জিনিসপত্র ঠিক থাকলেও শুধুমাত্র লকারে থাকা ইজারাকৃত টাকা নিয়ে যায়।

এই ঘটনায় ভূমি অফিসের নাইটগার্ড কিশোরগঞ্জ জেলার কোয়াদী উপজেলার লাহোদা গ্রামের সাহাবুদ্দিনের পুত্র মোঃ হাবিবুর রহমান (৩০), দিনাজপুর সদর জেলার মির্জাপুর গ্রামের আব্দুল্ল্যাহ্ এর পুত্র মোঃ সৈয়দ নজরুল ইসলাম (৫০) কে গত ৬ আগস্ট ২০২৫খ্রি. তারিখে আটক করে ফুলবাড়ী থানায় এনে জিজ্ঞাসাবাদ করে গত ৭ তারিখে সন্ধ্যায় ছেড়ে দেন।এই ঘটনায় ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিস থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের কে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছু তথ্য পাওয়া যায়নি।

এ কারণে তাদের ২জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। এ কারণে আইন শৃঙ্খলা রক্ষার্থে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।
চোর সংঘবদ্ধ চক্রটি একের পর এক চুরি- ছিনতাই এর মত ঘটনা ঘটেই চলেছে। কখনো বাড়ির জানালা গ্রিল ভেঙে ভিতরে ঢুকে মোটরসাইকেল, ইজিবাইক ও টাকা-পয়সা স্বর্ণ সহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাচ্ছে। কখনো বা বাড়িতে ঢুকে সকল সদস্যকে অজ্ঞান করে সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল ইসলাম বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার চালিয়ে যাচ্ছে সকল প্রচেষ্টার পরেও চোর সংঘবদ্ধ চক্রটিকে শনাক্ত বা গ্রেফতার করতে আমরা নিয়োজিত আছি। এ রকম অপরাধমূলক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park