মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধ্যগৌরীপাড়া গ্রামের মোঃ রায়হান চৌধুরীর বাড়ীতে (১ আগস্ট) শুক্রবার রাত ৩টায় ঘরের জানালা ভেঙ্গে ৩ ভরি স্বর্ন,৭ ভরি রুপাসহ মোবাইল ও বাড়ীর আসবাপত্র চুরি করে চোর।
বাড়ীর মালিক রায়হান চৌধুরী বলেন, আমরা রাতে ঘুমিয়ে থাকলে আমার শয়ন ঘরের পাশের ঘরে চোর জানালার গ্রীল ভেঙ্গে ঘরে ঢুকে আমার উল্লেখিত জিনিষপত্র চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য হবে ৫ লাখ ৫০ হাজার টাকা। আমার জিনিসপত্র উদ্ধারে ফুলবাড়ী থানায় অপ্সাতনাম উল্লেখ্য করে এশটি অভিযোগ দায়ের করি।
এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মহিবুল বলন, চুরির বিষয়ে জানতে পেরে ঘটনা স্থল পরিদর্শন করি। আদির এশটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত কওে দোষিদেও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।।