মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়িতে সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত। আজ ১৫ মার্চ শনিবার ১৪ রমজান উপলক্ষে গরিব-দুখী অসহায় মানুষদের নিয়ে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার ফুলবাড়ী শাখার সভাপতি সিনিয়ার ওয়ারেন্ট অফিসার মঞ্জুরুল হক উক্ত অনুষ্ঠানে
স্বাগতিক বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ খাইবুর রহমান চৌধুরী।
আরো বক্তব্য রাখেন উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার আ :হাই সরকার, কোষাধ্যক্ষ ল্যান্স কর্পো: এরশাদ।
অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা ফুলবাড়ী শাখা সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মন্জুরুল হক। বলেন আমাদের এই অরাজনৈতিক জনকল্যাণমুখী সেনা কল্যাণ সংস্থার মূল উদ্দেশ্য ও লক্ষণীয় বিষয় ফুলবাড়ী শাখায় গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইতিপূর্বে আমরা অনেক অসহায় শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ সহ শীতকালীন শিথার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা ফুলবাড়ি শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সার্বিক সহযোগিতা ও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। আলোচনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে জনকল্যাণমুখী উদ্যোগ নিয়ে আমরা এগিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা।