মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর)বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের ফুলবাড়িতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলতাফ হোসাইন।
উদ্বোধনের পর লাল পতাকা হাতে একটি বর্ণাঢ্য মিছিল পৌরশহর প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী প্রেসক্লাব হলরুমে এসে সম্মেলনে মিলিত হয়। আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন,ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জয় প্রকাশ গুপ্ত।
সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামানের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাড. মো. মেহেরুল ইসলাম, জেলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, সদস্য মো. হাফিজার রহমান,পার্বতীপুর উপজেলা শাখার সহ-সম্পাদক দীলিপ কুমার রায়,বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের সংগঠন কৃষি ও বসতভিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদ, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন শোষণ,বঞ্চনা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্ক্ষা পূরণসহ ফুলবাড়ী কয়লাখনি বিরোধী চুক্তির ছয় দফা পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।।