1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ কর্তৃক যশোর হতে স্ত্রী হত্যা মামলার আসামি আসাদুল আটক কুয়েটে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুবিতে ৫ কর্মচারী কর্মকর্তা- কর্মচারী প্রনোদনা পুরস্কার পেলেন খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক। ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ খুলনায়  অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান দিঘলিয়ায় অফিস ব্যবস্থাপনা ও সক্ষমতাবৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফুলবাড়ীতে গ্রামবাসীর সহযোগিতায় ৮ জন চোরচক্র সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী নির্বাচিত বক্তিতার, প্রথম সংকলন বইয়ের শুভ সূচনা হলো,

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৮ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা পশ্চিমবঙ্গ

আজ ২২শে জানুয়ারি বুধবার, ঠিক দুপুর দুটোয়, আলিপুর, ন্যাশনাল লাইব্রেরী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী ভাষা ভবন অডিটরিয়ামে, সকলের উপস্থিতিতে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র দামোদরদাস মোদী নির্বাচিত বক্তৃতা প্রথম সংকলন বইয়ের শুভ সূচনা হলো। সংকলক শ্রী রথীন্দ্র বোস।

এই বইয়ের শুভ সূচনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে , অধ্যাপক ডা: মানিক সাহা মুখ্যমন্ত্রী ত্রিপুরা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পদ্মশ্রী সম্মানে ভূষিত স্বনামধন্য বাউল সম্রাট পূর্ণদাস বাউল, উপস্থিত ছিলেন বিখ্যাত সুচি শিল্পী পদ্মশ্রী প্রাপক শ্রীমতি প্রীতিকণা গোস্বামী। উপস্থিত ছিলেন ডঃ স্বরূপ প্রসাদ ঘোষ ডিরেক্টর মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, উপস্থিত ছিলেন ডঃ অনির্বাণ গাঙ্গুলী চেয়ারম্যান ও ট্রাস্টি সদস্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশন,
ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা মেঘালয় রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, এছাড়াও উপস্থিত ছিলেন, দিলীপ ঘোষ, তমগ্নো ঘোষ, লকেট চ্যাটার্জি, তাপস রায়, রুদ্রনীল ঘোষ , পাপিয়া অধিকারী, অগ্নিমিত্রা পল উপস্থিত ছিলেন সুদীপ বাসু গ্রন্থ বিভাগ শান্তিনিকেতন এবং অনুষ্ঠানের আহ্বায়ক ইন্দ্রনীল খাঁ সহ অন্যান্য বিধায়ক ও সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন সূত্রধর প্রকাশকের কর্ণধার সুমন ধর।

অনুষ্ঠান শুরুর প্রাম্ভে একটি বাউল সংগীত পরিবেশিত হয়, এরপর ডক্টর আশুতোষ মুখার্জি এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন । মাল্যদানের পর প্রদীপ প্রজ্বলন ও বন্দেমাতরম সংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এরপর একে একে সকল অতিথিদের মঞ্চে বরণ করে নেন, উত্তরীয় পরিয়ে পুষ্প স্তবক ও স্মারক দিয়ে। একে একে সকলের সংক্ষিপ্ত বক্তৃতা পর বইয়ের মোরগ উন্মোচন শুভ সূচনা করেন।

সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে সকল অতিথিরা বলেন, ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত প্রধানমন্ত্রী যে সকল দেশি বক্তৃতা রেখেছিলেন, মানুষের সামনে যে সকল কাজের ধারা প্রকাশ করেছিলেন, ১০ বছরের ৫৮টি বক্তৃতার অনুবাদ ও সংকলন আজকে প্রকাশ পেয়ে আমরা গর্বিত ও খুশি। যাহা আগে কখনো হয়নি, যে বইটি আজ সকলের কাছে খুব প্রয়োজনীয় হয়ে পড়বে।, আর দশ বছরের কর্মকাণ্ড কি, কি কি তুলে ধরেছেন, তাহার প্রকল্প গুলি কি কি ছিল, এই বইটি থেকে সমস্ত প্রকল্প জানতে পারবেন।

শুধু সাধারণ মানুষ নয়, এই বইটি বিশেষ গুরুত্ব পাবে, দলের কর্মীদেরও, যাহারা ইংরেজি হিন্দি পড়তে পারেনা তাহারাও এই বইটি পড়ে সবকিছু জানতে পারবেন এবং জানা উচিত। এবং এই বইটিকে দিকে ছড়িয়ে দিতে হবে, এই বইটির মধ্যে রয়েছে বিশ্ব বিখ্যাত গুজরাট মডেল কিভাবে তৈরি হলো, আর সবার আগে সাধুবাদ দেওয়া দরকার যিনি এই সংকলনটি লিখেছেন, সংকলক রথীন্দ্র বোস মহাশয়কে, যাহার প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান আমরা করতে পেরেছি বইটি উদ্বোধন করতে পেরেছি।, আমাদেরকে একটা বড় উপহার দিলো। আগামী দিনে আরো কিছু করুক এই কামনা করি।

আজ যে জাতীয় গ্রন্থাগার ও ভাষা ভবনে বইটির শুভ সূচনা হলো, যাহাদের প্রচেষ্টায় এই গ্রন্থাগার তৈরি হয়েছিল ,যেখানে ৮৭০০০ বই গ্রন্থাগারে রয়েছে, যিনি ৮৭ হাজার বই গ্রন্থাগার কে উপহার দিয়েছিলেন, আশুতোষ মুখার্জির কালেকশনে, ১৯৪৮ সালে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী কেন্দ্রমন্ত্রী হিসাবে দায়িত্বে ছিলেন এই সময় এই বইগুলি দান করে গিয়েছিলেন জাতীয় গ্রন্থাগারকে, তাহাদের কে আজকে আমরা স্মরণ করছি, আর এটাও আমরা আশা করছি প্রধানমন্ত্রী দামোদরদাস মোদী, দেশকে আরো উন্নতির পথে নিয়ে যাবেন, মানুষের কথা ভাববেন, আমি দিনে বাংলায় উন্নতির জোয়ার বয়ে আনবেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park