মো মামুন মোল্লা খুলনা জেলা প্রতিনিধি।
পূর্ব শত্রুতার জেরে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোয়াটী দাড়ীরপাড় বটতলায় জাকির শেখ (৪৫) নামে এক ঘের ব্যবসায়ীকে হাতুড়ী দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় গ্রামের চায়ের দোকানে চা পান করার সময় এ ঘটনা ঘটে। আহত জাকির শেখ লাখোয়াটী দাড়িরপাড় পশ্চিমপাড়ার মৃত শেখ আব্দুল মজিদের পুত্র। আহত জাকির বর্তমানে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত জাকিরের বড় ভাই এস এম তুহিন বাদী হয়ে মোঃ রসুল শেখ (৩০) তার পিতা তকু শেখ (৫২), চাচা মোঃ বিল্লাল শেখ বিলু (৪৮) এবং মোস্তফা শেখ (৩৫) বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
হামলার শিকার আহত জাকির শেখের বড় ভাই এস এম তুহিন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় আমার ছোট ভাই ঘটনাস্থলে ইছা শেখের চায়ের দোকানে বসে চা পান করছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরধরে একই গ্রামের রসুল শেখ পিছন দিক থেকে আমার ভাইয়ের মাথায় এলোপাথাড়ি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পড়ে গেলে রসুল শেখের পিতা তকু শেখ, চাচা মোঃ বিল্লাল শেখ বিলু এবং মোস্তফা শেখ আমার ভাইকে লোহার রড জি আই পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করে জখম করে । এ সময় তার কাছে মাছের খাবার ক্রয়ের জন্য থাকা সাড়ে ২২ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় একটি অভিযোগ দায়ের করেছি’।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচএম শাহীন অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।।