রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস
আজ ১১ ই নভেম্বর সোমবার, একদিন পরে বিধানসভা উপনির্বাচনের ভোট, পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের প্রচারের শেষ দিনে ঝড় তুললেন, বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। একবারে শেষ দিনে মহামিছিলে অংশগ্রহণ করলেন দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী সহ দলের অন্যান্য সদস্যরা।
বিজেপির মেদিনীপুর জেলা কার্যালয় থেকে মিছিল শুরু করে সিপাই বাজার ,রাজাবাজার হয়ে বিদ্যাসাগর হলে সমাপ্ত হয়। টোটোতে বেলুন ও দলীয় পতাকা সহকারে দলীয়কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মেদিনীপুরের মানুষের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নরওয়েতে যাওয়ার প্রসঙ্গকেও কটাক্ষ করেন। তিনি বলেন সেখানে গিয়ে পশ্চিমবঙ্গের মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেই বিষয়ে কেউ প্রশ্ন করলে কি উত্তর দেবেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পরেও, এখনো যে সমস্ত হাসপাতালে সিসিটিভি সঠিক ভাবে বসলো না সে বিষয়েও রাজ্য সরকারকে একহাত নেন। সেই সঙ্গে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের সুষ্ঠুভাবে ভোট হবে না বলেও আশংকা প্রকাশ করেন মেদনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।
আর জি করের অভয়া কাণ্ডের দোষীদের কোন কোর্টে বিচার হবে সে বিষয়ে কিন্তু সন্ধিহান প্রকাশ করেন দিলীপ ঘোষ , তিনি বলেন শিয়ালদা কোর্টে, হাইকোর্টে, নাকি সুপ্রিম কোর্টে বিচার হবে, সেটাই বুঝতে পারছে না , যিনি করবেন তিনিই তো এখন নেই, তাহলে কোথায় বিচার হবে, সেটাই মানুষ ভেবে পাচ্ছেন না বলে জানান দিলীপ ঘোষ।
উপনির্বাচনের ভোটে জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে। ভোটের মাধ্যমে জনগণ বিচার করবে,।