এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।
খুলনা, ০৬ অক্টোবর ২০২৫।
দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (০৬ অক্টোবর ২০২৫) দুপুরে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরমাশেখানা এলাকায় নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সন্ত্রাসী রিপন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ০১টি ৭.৬ মি.মি. পিস্তল, ০৫ রাউন্ড তাজা গুলি, ০১টি ম্যাগাজিন এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আটক রিপন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত শীর্ষ আসামি হিসেবে পরিচিত।
অভিযান শেষে জব্দ করা অস্ত্র ও আটক সন্ত্রাসীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জনজীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।।