স্টাফ রিপোর্টার নড়াইল
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রয়াত শ্রমিক নেতা বিএম বাকির হোসেনের ছোট ভাই এবং নড়াইল জেলা শাখা জিয়া পরিষদের সিনিয়র সদস্য অধ্যাপক বিএম নাগিব হোসেনকে নড়াইল-১ আসনে (কালিয়া-নড়াগাতি-আংশিক সদর) বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও পোস্টারে দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নড়াইলবাসীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একাধিক প্রচারণামূলক বার্তা। সেখানে বলা হয়, “তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এবং “সংসদ সদস্য হিসেবে দেখতে চাই অধ্যাপক বিএম নাগিব হোসেনকে”।
অধ্যাপক নাগিব হোসেন রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা একজন শিক্ষাবিদ এবং সমাজ সচেতন ব্যক্তিত্ব হিসেবে এলাকায় পরিচিত। তিনি তার বড় ভাই বিএম বাকির হোসেনের আদর্শ ও সাহসী সংগ্রামী চেতনায় অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
দলীয় সূত্রে জানা যায়, নড়াইলের তৃণমূল বিএনপি নেতাকর্মীরা ইতোমধ্যে তাকে দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, বিএনপির ‘রিজার্ভ সৈনিক’ হিসেবে অধ্যাপক নাগিব হোসেন শুধু একজন প্রার্থীই নন—তিনি হতে পারেন মাঠে নামার মতো একজন আত্মমর্যাদাশীল নেতৃত্বের প্রতীক।
এদিকে স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে নড়াইল-১ আসনে বিএনপির কার্যক্রম দুর্বল হয়ে পড়েছিল। এখন তারা অধ্যাপক নাগিব হোসেনের নেতৃত্বে নতুনভাবে সংগঠনকে জাগিয়ে তোলার প্রত্যাশা করছেন। এলাকার সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন তারা।
প্রসঙ্গত, নড়াইল-১ আসনটি একসময় বিএনপির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে গত কয়েকটি নির্বাচনে দলীয় সাংগঠনিক দুর্বলতার কারণে এখান থেকে নির্বাচনী ফল আশানুরূপ আসেনি। এ অবস্থায় তৃণমূল নেতাকর্মীরা চাচ্ছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন নেতৃত্বের মাধ্যমে ধানের শীষ পুনরুদ্ধারের একটি দৃঢ় উদ্যোগ গ্রহণ হোক।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীদের পোস্টার ও প্রচারণা অধ্যাপক বিএম নাগিব হোসেনের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ইঙ্গিত বহন করছে।