মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপিনাথপুর (বেপারীপাড়া) গ্রামের বাবর উদ্দিন মোল্ল্যা বাবু মোল্ল্যার ছেলে।
০৫ নভেম্বর নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন গোপিনাথপুর (বেপারীপাড়া) সাকিনস্থ ঋষিপাড়া নদীর ঘাটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম হাসিবুর রহমান, এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সোহাগ, এএসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।