খুলনা নগরীর রয়েল মোড়ে লাজ ফার্মায় ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে নকল ওষুধ বিক্রির অভিযোগে ৫ লক্ষ টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ জেলায় অবস্থিত এডোরাবেলা হেলথ কেয়ার এর মার্কেটিং অফিসার তানভির আহমেল পলাশ কে Ithching Reliefe Lotion (চুলকানি নিরাময়) চর্ম রোগের নকল ওষুধ বিক্রির করে। এমন অভিযোগে লাজফার্মাকে ৫ লক্ষ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। অভিযোগকারী সাইফুল্লাহ আল রাব্বি গত মে ২০২৫ তারিখে সোনাডাঙ্গা এলাকার লাজ ফার্মা থেকে ওষুধটি ক্রয় করেন। কিন্তু ওষুধটিকে প্রায় সময় ফিলিপাইনের ওষুধ বলে বিক্রয় করা হয়।।