মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের বিরল উপজেলায় ইরি-বোরো মৌসুমের ব্রি-ধান ৮৮ কর্তনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলার ৫নং বিরল ইউনিয়নের তেঁতুলতলা (ঢেলপীর) এলাকায় তিনি ধান কর্তনের উদ্বোধন করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর দিনাজপুর জেলায় গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ ইরি-বোরো ধান উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রি-ধান ৮৮ এর বাম্পার ফলনে কৃষকেরা উজ্জীবিত। একাধিক কৃষক জানিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিদ্যুৎ সংকট না থাকায় এবার সেচ ব্যয় তুলনামূলকভাবে কম হয়েছে, যার ফলে উৎপাদন খরচও কমেছে।
এ সময় কৃষকেরা বলেন, “ফ্যাসিবাদী শাসনের অবসান ও শান্তিপূর্ণ পরিবেশে চাষাবাদ করতে পারার সুযোগ যেন আল্লাহর রহমত হয়ে এসেছে।।