মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে ২ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও আইন অমান্য করে ভাটা পরিচালনা করায় ১লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেন।গতকাল বহস্পতিবার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়ির সহকারী সচিব) আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে অভিযান দল দিনাজপুর পরিবশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া ও পরিদর্শক প্রভাতি রানী উপস্থিত ছিলেন।অভিযানে হরিপুর খলিশাগাড়ী এম এম ব্রিকস এর মোজাম্মেল হকের নিকট থেকে ১ লাখ টাকা ও হরিপুরের এস এন এম ব্রিকস এর শফিকুল ইসলামের নিকট থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।ইট প্রস্তুত ভাটা (নিয়ন্ত্রণ ) আইন ২০১৩(সংশোধিত২০১৯) এর বিভিন ধারায় ওই জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযাগিতা করেন সেনাবাহিনী পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।।