মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
আজ ২৩ মার্চ( রবিবার )পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ।মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন সকল সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জকে দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নিবিড়ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ-আল-মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), জেলার সার্কেল অফিসারগণ এবং সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন এবং অধঃস্তন কর্মকর্তাবৃন্দ।।