1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে উপকারভোগীদের মাঝে (ভি ডব্লিউ বি) এর চাল বিতরণ। ফুলবাড়িতে বাংলাদেশ কেমিস্টস্ ড্রাগিস্টস সমিতির৪ দফা দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত । দিঘলিয়ায় ধর্ষন মামলার আসামী আটক। দিঘলিয়ায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার। কাবিং করব, শান্তির বার্তা আনব” ডুমুরিয়া উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ৫ লাখ জাল টাকাসহ খুলনার লবণচরা থানা এলাকা হতে ১জন আটক  ডুমুরিয়ায় তারুণ্যের জ্ঞানযুদ্ধ শুভ উদ্বোধন মৎস্য চাষী হাবিবুরের আর্তনাদ, ভেসে গেল প্রায় ৩৫লক্ষ টাকার মাছসহ ২৫ একর জমির ধান। খুলনার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম বিরুদ্ধে স্বেচ্ছাসারিতার অভিযোগ নড়াইল জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রে ও কালিয়া উপজেলা ছাত্রদলের অফিস ভাঙচুরের প্রতিবাদে  সংবাদ সম্মেলন

দিনাজপুরে অলৌকিকভাবে ৬ পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুর নবাবগঞ্জে জন্ম হয়েছে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন।

১৫ মে (বৃহস্পতিবার) নবাবগঞ্জ উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুর (চকচান) গ্রামের মোঃ শাহজাহান আলমের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও পিছনে লেজের কাছে অতিরিক্ত দুইটি পা রয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, বাছুরটির ৬টি পা হলেও সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।

গরুর মালিক শাহাজান আলম বলেন, গাভীটি সকালের দিকে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও পিছনে লেজের কাছেও ২পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি।এ বিষয়ে প্রতিবেশী মোছাঃ সুরাইয়া আক্তার বলেন গত দুইদিন আগে পাশের বাড়ি থেকে আমাকে ডাকলে আমি এসে গাভীর বাচ্চা খালাস করি পরে দেখি ওই বাছুরের ছয়টি পা তা দেখে আমিও অবাক হয়ে যাই এই প্রথম এরকম অলৌকিক ঘটনা দেখলাম।

এলাকাবাসী তারিকুর ইসলাম বলেন গত দুইদিন আগে পাশের বাসায় ৬ পা ওয়ালা একটি বাসেরে জন্ম হয় এলাকার মানুষজন দেখতে ভিড় জমান আশ্চর্যজনক বিষয় হলো বাছুর টি বায়ু পথ নেই ,বায়ু পথে দুইটি পা।

পরে চিকিৎসক জানান, ৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে, ৬ পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park