1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় মরহুম মাও: আতাউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল ইউএনও বিরুদ্ধে চাচা’কে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির নেওয়ার অভিযোগ দিঘলিয়া উপজেলা জাকের পার্টির আয়োজনে জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত টেকসই মান উন্নয়নে বিশ্ব বিনির্মাণে গণসচেতনতা ও ভেজালমুক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানের অগ্রগতির ভূমিকা অপরিহার্য । ৫৬ তম বিশ্বমান দিবস উপলক্ষে ‍আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন। দিঘলিয়ায় ফ্যাসীস্ট সরকারের আমলাদের খবরদারী বিতর্কিত জায়গায় মন্দির নির্মাণ তেরখাদায় উপজেলা আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন খুলনার কয়রায় মারপিট, লুটপাট ও ঘের দখল থানায় অভিযোগ খুলনা ডিসি ফুড তানভীর হোসেনের মানবিক উদ্যোগ গ্রহনে সর্ব মহলে প্রশংসিত দিঘলিয়ায় শিশু জিসান হত্যার মুল আসামির ফয়সালের বাড়িতে বহিরাগতদের অগ্নিসংযোগ ও ভাংচুর। দিনাজপুরের ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ীতে ‘‘২৪ এর এক শহীদ, এক বৃক্ষ’’ স্লোাগানে ৫৬ হাজার বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় জুলাই -আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে “এক শহীদ, এক বৃক্ষ” এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১৯ জুলাই (শনিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী।

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর পরিকল্পনা ও দিকনির্দেশনায় সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এ দিনাজপুর জেলার ১০৩টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় ৮ লক্ষ গাছের চারা রোপণ কর্মসূচির আওতায় ফুলবাড়ী পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যেকটিতে মোট ৭ হাজার বৃক্ষরোপণ করা হবে। বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছ রোপণের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী বলেন, “শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছ আমাদের পরিবেশ রক্ষা করে, জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখে এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী নিশ্চিত করে। তাই এই কর্মসূচি শুধু স্মরণ নয়, ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বিনিয়োগ।”

উপজেলা নির্বাহী অফিসার ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে নিজ হাতে বৃক্ষরোপন করেন । আলাদিপুর ইউপি , খয়ারবাড়ি ইউপি ,দৌলতপুর ইউপি বেতদিঘী ইউপি, কাজীহাল ইউপি, এলোয়ারি ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান গনদের দায়িত্বে ৭ হাজার গাছ ,বিতরণ করেন ।

বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দিনাজপুর নেজারত শাখার প্রটকল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জতি বড়াল, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী,, বন বিভাগের কর্মকর্তা সরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামান, সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার কাজল রানা,আনছর ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্তাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ ।

এ সময় আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে একটি বৃক্ষ যেন এক শহীদের প্রতীক হয়ে রোপিত হয় এই ভাবনা থেকেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও পরিবেশ সংরক্ষণের সচেতনতা একযোগে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park