মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে
স্কাউট সদস্যদের নিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ জুন সকাল ১০ টায় ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ফুলবাড়ী উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক জুলফিকার আলীর সঞ্চালনায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, উপজেলা হিসেবরক্ষণ কর্মকর্তা লুৎফর রহমান,
সুজাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী,প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ
স্কাউটের শতাধিক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগান উপস্থিত ছিলেন।।