মোঃ আশরাফুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলার চেতনা নিউজ।
দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধ, গ্রাহক হয়রানি বন্ধ এবং প্রচলিত ডিজিটাল মিটার চালু রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের ঢাকামোড়ে উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নেসকোর প্রধান গেটে গিয়ে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারীরা কর্তৃপক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, নেসকোর প্রধান প্রকৌশলী মাসুদ পারভেজ এবং আন্দোলনকারী নেতৃবৃন্দদের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠক শেষে ইউএনও সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, গ্রাহক স্বেচ্ছায় প্রিপেইড মিটার গ্রহণ না করলে কর্তৃপক্ষ জোর করে তা চাপিয়ে দিতে পারবে না।
এরপর আন্দোলনকারীরা তাদের দাবির ন্যায্যতা পুনর্ব্যক্ত করে ঘোষণা দেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, আশরাফুল ইসলাম, শাহ্ আমান উল্লাহ আমান, গোলাম রব্বানী গোলাপসহ আরো অনেকে।
উল্লেখ্য, এর আগে ১১ আগস্ট একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছিলেন ভুক্তভোগীরা। সেসময় এক মাসের আল্টিমেটাম দেওয়া হলেও দাবির বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত এ কর্মসূচি পালিত হলো।।