আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়ায় মা ইলিশ সংরক্ষণ-২০২৫ উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৫ অক্টোবর) সকাল থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাংশু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা পুলিশ, উপজেলা আনসার সদস্য আকিব হোসেন, মৎস্য চাষি মনিরুল ইসলাম, পাভেল প্রমুখ। অভিযানকালে আতাই ও মজুদখালী নদী থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এ ধরণের অভিযান চলমান থাকবে বলে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী।।