এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ
খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ ই সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো: আতিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, উপজেলা প:প:প:ডা:মাহাবুবুল আলম।উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক,দিঘলিয়া উপজেলার সকল পূজা মন্ডব এর সভাপতি /সাধারণ সম্পাদক, সামাজিক নেতৃবৃন্দ, ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা গন।
সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এলাকার সামাজিক নিরাপত্তা, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ, সড়ক নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং আসন্ন দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আইন শৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।”
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, “দিঘলিয়ার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলায় প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।”
অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সভা শেষে একটি যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।।