এস.এম.শামীম, খুলনা ব্যুরো।
খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার (অতিরিক্ত সচিব) আজ ২৩ মার্চ ২০২৫ খ্রি: রবিবার দিঘলিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয় ও দিঘলিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।এ সময় তিনি দিঘলিয়া উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেন।মতবিনিময় সভায় এবং তার পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা নুরুল হাই মোহাম্মদ আনাছ, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস , অফিসার ইনচার্জ এইচ এম শাহীন সহ উপজেলার সরকারি দপ্তরের সকল কর্মকর্তাগণ।।