এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।
গত বুধবার ১৪ মে দিঘলিয়া উপজেলার যোগীপোল আশীর্বাদ এজি স্কুল অ্যান্ড হোপ সেন্টার কতৃক আয়োজিত ‘শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সভাপতিত্ব করেন যোগী পোল আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার রেভাঃ গ্লোরিয়া, বিশেষ অতিথি প্রোগ্রামার ডিরেক্টর অপারেশন জেনারেশন ঢাকা মিঃ আলবার্ট, অডিনেটর আশীর্বাদ এবং কোষাধ্যক্ষ রেভাঃ জেমস্ সহ অভিভাবক গন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারিবারিক সামাজিক গঠনে বিনোদন বড় ধরনের শিশুর প্রতিভাকে বিকাসিত করে।।