এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা।
দিঘলিয়ায় পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে নিরাপদ মাংস উৎপাদনে স্টেক হোল্ডার দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।২০ শে মে বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ হলরুমে দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা: মাহমুদা সুলতানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও মতবিনিময় করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) দেবাংশু বিশ্বাস। কারিগরী বিষয় আলোচনা করেন ডা:শাহাদাৎ হোসেন ভেটেরিনারি সার্জন,
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ, সমাজ সেবা অফিসার মো: সোহাগ হোসেন, দিঘলিয়া থানা পুলিশ পরিদর্শক মো:হেলান, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, শিক্ষক মো: ইসরাইল হোসেন, ইসলামী ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ,সহ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন ডা: মামুনুর রশীদ।মতবিনিময় সভায় ঈদুল আযহা উপলক্ষে গরু কুরবানীর প্রক্রিয়া সম্পর্কে সুস্থ ও সঠিক গরু জবাই ও বিভিন্ন পশুর হাটে জাল নোট সনাক্ত, সুস্থ গরু চিহ্নত করা, জবাই প্রক্রিয়া বিষয় আলোচনা করা হয়।।