এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।
দিঘলিয়ায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত। দিঘলিয়ার পথের বাজার এ জাতীয় নাগরিক পার্টি ( NCP) এর উপজেলা কার্যালয় ৯ ই এপ্রিল সন্ধা সাড়ে ৭ টায় উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও উদ্বোধন করেন করেন কদরুল হাসান সংগঠক খুলনা জেলা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল
হাসনাত। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন তাজাবিরুল হক শোয়েব, ইমরান হোসেন, মুস্তাকিন শেখ, মহরম হাসান মাহিন, আফসানা মিম, এস কে তামান্না, ফুয়াদ,নেহা, তাসমিন,জহিরুল, ফয়সাল,রাজিবুল, সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।।