ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি–
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরিষাপাড়া নাজমুল উলুম ও মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত কোরআন ও মাহে রমজানের তাৎপর্য, হাফেজে কোরআন সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকাল ৪ টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল হুদা ও গাজী টিভির ব্যুরো চীফ উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেনের সার্বিক সহযোগিতায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মান্নান ওসমানির সভাপতিত্বে ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মহিউদ্দিন উসমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা শেখ আব্দুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি গোলামুর রহমান।
দিঘলিয়া উপজেলার সেনহাটি সরিষাপাড়া নাজমুল উলুম নুরানিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ গাজী এনামুল হাচান মাসুম, বিশিষ্ট সমাজ সেবক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন লাইফের প্রতিষ্ঠাতা শেখ রওশন আজাদ, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, সহ সভাপতি মুফতি ইউসুফ, মুফতি ফজলুল হক ফরহাদ, মাওলানা মুফতি বেলাল হোসাইন, মাওলানা মুহসিন, মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রধান অতিথি বলেন, মাহে রমজান কোরআন নাজিলের মাস। কোরআন আল্লাহ প্রদত্ত এক মহা নেয়ামত। আল্লাহ �।