এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনার দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী জাকির হোসেন।বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে উচ্চশিক্ষায় আরও সাফল্য অর্জনের জন্য উৎসাহিত করেন। প্রধান অতিথি মো: আরিফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা জীবনের এই সাফল্যকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখাই হবে আগামী দিনের চ্যালেঞ্জ।”
বিশেষ অতিথি ওসি এইচ এম শাহীন শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে গাজী জাকির হোসেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়।।