আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ খুলনা।
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনী মহল এলাকা থেকে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাত পৌণে ৯ টার সময় দিঘলিয়া পুলিশ অভিযান চালিয়ে সেনহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিদ্যাবাগিসপাড়া মোটা মাস্টারের কবরস্থান সংলগ্ন এলাকা হতে সেনহাটি ৪ নং ওয়ার্ডের চন্দনীমহল গাজী পাড়ার মোঃ আসলাম গাজীর পুত্র গাজী ইমরান (২৬) কে ৫ পিস ইয়াবাসহ আটক করে সেনহাটি পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই টিপু।
অতঃপর, আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদকসহ থানায় নিয়ে আসা হয়। দিঘলিয় থানা অফিসার ইনচার্জ এইস এম শাহীন এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজী ইমরানকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি সঙ্ঘবদ্ধ মাদক কারবারী চক্রের সদস্য। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।।