এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে যৌথ বাহিনীর অংশগ্রহণে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
৪ ঠা আগস্ট সোমবার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন এর নেতৃত্বে পুলিশের একটি দল ও নৌবাহিনীর সমন্বয় আইনশৃঙ্খলা সদস্যদের নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি কিছু এলাকায় চুরি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছিল, যার প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।
ওসি এইচ এম শাহিন বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দিঘলিয়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।”
এ সময় দিঘলিয়া থানার পুলিশ সদস্য, নৌবাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় এমন যৌথ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।।