(মোঃ সোহেল রানা)।তেরখাদা প্রতিনিধি।
৭ ই অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে তেরখাদা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩৫ তম আর্ন্তজাতিক প্রবীণ দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন , উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজমুদার উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈদ মল্লিক উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ , উপজেলা সমবায় অফিসার মঞ্জুরুল কাদির উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
সভায় এছাড়া অন্যান্য অফিসার ও প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩৫ তম আর্ন্তজাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- একদিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে।।